পোস্টকার্ড ব্লগের “ লোকায়ত কথোপকথন ” পাতাটি সবার জন্য উন্মুক্ত । লিখতে চাইলে আমাদের মেইল করে জানান । সাগ্রাহে আমরা আমান্ত্রন জানাবো। আমাদের মেইল ঠিকানা postcarduv@gmail.com। বাছাইকৃত লেখাটি পোস্ট কার্ড সংখ্যায় প্রকাশ করা হবে।

মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

মন্তব্য

বস্তু জগতের ঘাত প্রতিঘাত থেকে উত্তরণের যে প্রক্রিয়া সেটি জ্ঞান । হাজার বছরের ইতিহাস থেকে জানতে পারি  সামগ্রিক  শক্তি ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় । কারণ একক চিন্তায় সফলতা আসেনা । যেদিন আমাদের সকলের চিন্তা চেতনা সামগ্রিক হবে সেদিন সমাজ পরিবর্তন হবে ।

1 টি মন্তব্য:

  1. akash shsnskrtir ai juga office a thakle ek chinta ,basai thakle ek chinta ,ai j khanditha chinta kenno ek chinta asana ati bujina.paribarton balte ame jeta buji aga ami namer j manushta paribarton,then family goto change,otherwise parobarton shamvab noy.er bepareta ki kara darkar.ami amar wife ke change karte na parle ek pa aguna shambab na.

    উত্তরমুছুন