পোস্টকার্ড ব্লগের “ লোকায়ত কথোপকথন ” পাতাটি সবার জন্য উন্মুক্ত । লিখতে চাইলে আমাদের মেইল করে জানান । সাগ্রাহে আমরা আমান্ত্রন জানাবো। আমাদের মেইল ঠিকানা postcarduv@gmail.com। বাছাইকৃত লেখাটি পোস্ট কার্ড সংখ্যায় প্রকাশ করা হবে।

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

কী দোষ শিশুটির?



উপরোক্ত বিষয় গত ১৬.০৯.২০১২ তাং  প্রথম আলোয় প্রকাশিত একটি খবর। বিষটি আবশ্যই দুঃখ জনক, বেদনাদায়ক ও লজ্জাজনক। লজ্জাজনক এই কারন আমরা সমাজের মানুষ হয়ে আরেক মানুষর ক্ষতি করা যায় কি না? এই রকম আর ও আনেক ঘটনা বিষয় কিছুটা প্রকাশ পায় আবার আনেক কিছু হয়তো প্রকাশ পায় না। যে সব বিষয় প্রকাশ পায় তা কেবালমাএ সাংবাদপ্রত্তের ভেতরে সীমাবদ্দ থাকে যায়। যেহেতু বিষয়টী সামাজিক সমস্যা সেহেতু সমাজের ভেতর থেকে এ সমস্যা সমাদানের পথ খুজে বের কারতে হাবে ।শিশুটির নিযতনের বিষয়ে বিভন্ন জনের বিভন্ন মত কেউ বলে মা বাবার কেউ বলে দুলাল মিয়ার আবার কেউ বলে মুন্না মিয়ার । ব্যাক্তি গুলোর মধ্যে দোষী বিবেচনা কারে শাসদি দেওয়া যায়। তাহলে কি বিষয়টি সমস্যা চিরতরে নীরসর হাবে? পোষ্টকার্ড এর সম্পাদকিয় কলামের একটু বিষয় উল্লেখ করি , আদিম আবস্তায় মানুষ প্রকৃতির পতিকুল পারিবেশের বিপন্ন অবস্তায় মানুষ হাতে হাত ধরে একত্রে খাবার সংগ্রহ কারেছে সকালে মিলে এক সাথে খেয়েছে । কোন আবস্তাতেই সংগবদ্ধতা ছেরে যায় নি । কিন্থু আজকের সমাজ তা থাকে সম্পূর্ণ বিপরীত ।

মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

মন্তব্য

বস্তু জগতের ঘাত প্রতিঘাত থেকে উত্তরণের যে প্রক্রিয়া সেটি জ্ঞান । হাজার বছরের ইতিহাস থেকে জানতে পারি  সামগ্রিক  শক্তি ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় । কারণ একক চিন্তায় সফলতা আসেনা । যেদিন আমাদের সকলের চিন্তা চেতনা সামগ্রিক হবে সেদিন সমাজ পরিবর্তন হবে ।